এনডিএফ বিডি বিতর্ক উৎসব
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
‘যুক্তির আলোয় মুক্তির জয় গান’ এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো বাগেরহাটে এনডিএফ বিডি বিতর্ক উৎসব শেষ হয়েছে। গতকাল শুক্রবার এই বিতর্ক উৎসবের শুরুতে জেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বিতর্ক উৎসব শুরু হয়। দিনব্যাপী এই বিতর্ক উৎসবে জেলার মাধ্যমিক পর্যায়ের ১০০টি স্কুল-মাদ্রাসার শিক্ষক ছাড়াও ৫ শতাধিক বিতার্কিত অংশ নেন। প্রধান অতিথি হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধনী করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। সমাপনি অনুষ্টানে অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বসুন্ধরা সিমেন্টএর সিএসও শাহজামার শিকদার, ডেপুটি জেলারেল ম্যানেজার, শাহাদাত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাপরিচালক লায়ন এম আলমগীর, এনডিএফ বিডি’র কর্মকর্তা মহিদুল ইসলাম, বিতর্ক উৎসব কমিটির আহবায়ক এসকেএ হাসিব, সদস্য সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা, ইনজামামুল হক প্রমুখ।
আয়োজকরা জানান, বাগেরহাট জেলার শিক্ষার্থীদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে এনডিএফ বিডি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এই বিতর্ক প্রতিযোগিতা বাগেরহাট জেলা শহরে এই অভূতপূর্ব মিলন মেলার পরিণত হয়। দিনব্যাপী এই আয়োজনে জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্লানচেট বিতর্ক প্রদর্শনী, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইংলিশ ডিবেট ওয়ার্কশপ ও সনাতনী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিতার্কিত, অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র, পুরস্কার ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।