ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শীতলক্ষ্যা নদী থেকে দুই লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে দুই লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশ দুটির মধ্যে একটির পরিচয় মিললেও অন্যটি নাম পরিচয় শনাক্ত হয়নি। শনাক্ত হওয়া লাশ যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি ফতুল্লা এলাকার বাসিন্দা।

তিনি ৩ দিন আগে নিখোঁজ হয়েছিলেন সাইফুল। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল মাবুদ। এরআগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে ওই দুই লাশ উদ্ধার করা হয়েছে।

ইন্সপেক্টর আব্দুল মাবু জানান, প্রাথমিকভাবে লাশ দুটির শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুটি ৪-৫ দিনের আগে হবে। অজ্ঞাত পরিচয় লাশটি একজন বৃদ্ধের। আমরা তার পরিচয় শনাক্তে কাজ করছি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত