ঠাকুরগাঁও শহরে বসবাসরত ‘আমরা গড়েয়াবাসী’ সামাজিক সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইসরাইল আজাদকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
গত শনিবার রাতে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে সংগঠনের আহ্বায়ক ইসরাইল আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক মো: মোদাচ্ছের হোসেন, গড়েয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুর রহমান, সমাজ সেবক মুহা. মঞ্জুরে খোদা, মো: খায়রুল আনাম, এএমএস রোকন উদ্দীন ভূঁইয়া, এনামুল হক সরকার।
পরে ইসরাইল আজাদকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোজাহারুল ইসলাম লাবলু, মোতাহার হোসেন মনির, ডা. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ খুরশীদ আলম সরকার উজ্জল, মিজানুর রহমান বাবলু, জিয়াউল হক।