ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘বিএনপি কর্মী খুনের ঘটনায় কেউ রেহাই পাবে না’

‘বিএনপি কর্মী খুনের ঘটনায় কেউ রেহাই পাবে না’

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ বলেছেন, বিএনপি কর্র্মী খুনের ঘটনায় কেউ রেহাই পাবে না।

সময় সুযোগে তারা সবাই অবশ্যই ধরা পড়বে। এ নির্মম খুনের ঘটনায় ন্যায়বিচার হবে।

গতকাল রোববার সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামে বিএনপি কর্মী আবদুল বারী শেখ সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নিহত বারীর বাড়িতে আসার পর থেকেই পরিবারের সবাই কাঁদছে এবং তারা এ খুনের ন্যায়বিচার দাবি করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আগামীতে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি।

এ নির্বাচনে কীভাবে আমরা দলকে এগিয়ে নিতে পারবো এবং দলকে ক্ষমতায় আনবো সেই লক্ষ্যে কাজ করতে হবে। বহুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ভুইয়া রোকনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম এবং ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, নিহত আব্দুল বারিকের ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে ওই যুবদল নেতার বাবা বিএনপি কর্মী আব্দুল বারী শেখকে (৫৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা।

স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ নিহতের স্বজনদের অভিযোগ মামলার এজাহার নামীয় আসামিদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। এ সভায় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত