নির্মাণশ্রমিকদের বাসস্থান, পেশা ও স্বাস্থ্যগত সুবিধা এবং মজুরি বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে র্যালি মানববন্ধন সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) লক্ষ্মীপুর জেলা শাখা। গতকাল লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ইনসাব নির্মাণশ্রমিকদের দাবি দিবস উপলক্ষে র্যালি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল সামনে থেকে ইমারত নির্মাণ শ্রমিকের ব্যানারে একটি র্যারি সমাবেশ করে সংগঠনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করেন ইনসাব। এ সময় ১২ দফা দাবিদাওয়া নিয়ে জোরালো বক্তব্য দেয় শ্রমিক নেতারা।সমাবেশে বক্তারা বলেন, দেশে এবং প্রবাসীসহ ৮০ লাখ শ্রমিক নির্মাণ খাতে কাজ করেন। শ্রমিকদের বঞ্চনা দিন দিন বাড়ছে। মজুরি বৈষম্যের কারণে শ্রমিকেরা কষ্টকর জীবন কাটাচ্ছেন।