ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ছাত্রদের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে ছাত্রদের সংবাদ সম্মেলন

তাবলিগ জামাতের উভয়পক্ষের সংকট ও বিষম্য নিরসনে সরকারের উদ্যোগ গ্রহণের দাবিতে মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনকারীরা তাবলিগ জামাতের মুরব্বিদের আগমন, কাকরাইল মসজিদ, ইজতেমার নিয়ন্ত্রণসহ মসজিদভিত্তিক আমলে বাধা প্রদানসহ বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। এতে একটি পক্ষ বেশি সুবিধা পাচ্ছে অন্যপক্ষ বঞ্চিত হচ্ছে দাবি করেন করে সাদ ও জুবায়ের পন্থিদের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। সমস্যা নিরসনের করণীয় বিষয়ে ৩ দফা প্রস্তাবনা ও ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত বিরোধকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি তোলা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মো. আরাফাত, সাবিত হোসেন, মো. জাহিদ, জাহিদ হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত