কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি দ্রুত অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে মিছিল ও মানববন্ধন শেষে শিক্ষাউপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের স্থায়ী ক্যম্পাসের জায়গা অধিগ্রহণ করে ক্যাম্পাস নির্মাণের জোর দাবি জানান।
ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ জরুরি বলেও জানান শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে এ দাবির বিষয়ে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামের আমির মো. রমজান আলী।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষাউপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।