মতলব উত্তর উপজেলায় ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাই মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি রবিউল হক। রাসেল মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে। জানা যায়, গত শনিবার রাতে মতলব উত্তর উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে।