ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষিকা বহিষ্কার দাবিতে বিক্ষোভ

শিক্ষিকা বহিষ্কার দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর চুলকাটা ও এলোপাথারি বেত্রাঘাতের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এলাকাবাসী, শিক্ষার্থী-শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বেগম সুফিয়া মডেল হাইস্কুলের আইসিটি শিক্ষিকা শারমিন খন্দকার বিরুদ্ধে দশম শ্রেণির ইমনের চুল কাটাকে কেন্দ্র করে তাকে এলোপাথারি বেত্রাঘাতের অভিযোগ উঠেছে।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এর প্রতিবাদ ও ওই শিক্ষিকার পদত্যাগের দাবিতে গতকাল সকালে স্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এক পর্যায় তারা পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাদের বিক্ষোভের মুখে ওই শিক্ষিকা শারমিন খন্দকারকে শোকজ ও সাময়িকভাবে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর শান্ত হয়ে শিক্ষার্থীরা তাদের স্কুলে ফিরে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত