ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ জিয়ার জন্মদিন পালিত

শহীদ জিয়ার জন্মদিন পালিত

পাবনার সাঁথিয়ায় ধোপাদহ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল ধোপাদহ ইউনিয়নের গোপালপুর বিএনপি কার্যালয়ে কোরআনখানি, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপি’র গুম, খুনের মামলা সংরক্ষণকারী কর্মকর্তা এবং সাঁথিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালাহউদ্দিন খাঁন । এ সময় তিনি বলেন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা সেদিন স্বাধীনতার উজ্জল নক্ষত্র দেখেছিলাম।

আজ তিনি আমাদের মাঝে নেই- তবে তার আদর্শ বুকে লালন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তিনি আরো বলেন, ফখরুদ্দিন ও মঈন আহমেদের সরকার জিয়া পরিবারের ওপর নির্যাতন শুরু করেছিল। তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ত্যাগে বাধ্য করার হীনচেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি মৃত্যুকে ভয় না করে দেশ ও জাতীর কল্যাণের জন্য সেদিন বলেছিলেন আমার মৃত্যু যদি হয়, এদেশেই হবে তবু আমি দেশ ছেড়ে যাব না। ছাত্রদল নেতা সালমান বিশ্বাসের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মীর নাজমূল বারী নাহিদ, রফিকুল ইসলাম সরদার, আব্দুল আলিম মোল্লা, বিএনপি নেতা আব্দুল হাকিম, ফজলুল হক, শাহআলম, যুবদল নেতা রেজাউল করিম, নজরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত