ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

যৌন নির্যাতন মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

যৌন নির্যাতন মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এক স্কুলছাত্রকে যৌন নির্যাতন মামলায় সেই বহিষ্কৃত বিএনপি নেতা ফকির জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। র‌্যাব-১২-এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ সাংবাদিকদের জানান, উক্ত উপজেলার চর সলিমাবাদ বাজার এলাকায় গত ১১ জানুয়ারি রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে ১০ম শ্রেণির স্কুলছাত্রকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

গত সোমবার রাতে নির্যাতিত ওই ছাত্রের বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

এ ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহর এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেপ্তার করে চৌহালী থানায় হস্তান্তর করা হয়। চৌহালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, গতকাল আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত