ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুর জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যয়ে জাতীয় গোল্টকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক অনূর্ধ্ব (১৭) ও জাতীয় গোল্টকাপ ফুবল টুর্নামেন্ট, বালিকা অনূর্ধ্ব (১৭) এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিনুল ইসলাম পুলিশ সুপার শেরপুর, মোহাম্মদ তোফায়েল আহমেদ উপসচিব, উপ-পরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক শেরপুর, হাফিজা জেসমিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেরপুর, এসএম শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি শেরপুর প্রেসক্লাব। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ধীরেন্দ্র চন্দ্র সরকার জেলা ক্রীড়া অফিসার শেরপুর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত