কিশোরগঞ্জের ভৈরবে রিকশা ও ইজিবাইক চালকদের নিয়ম কানুন ও শিষ্টাচার এবং দক্ষতার বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভৈরব পৌর সভার আয়োজনে পৌরসভার হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম সারমিন। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী, ট্রাফিক ইন্সপেক্টর দেবব্রত কর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ও ভৈরব প্রেসক্লাবে সদস্য সচিব সোহেলুর রহমানসহ অনেকে। এছাড়াও দিনব্যাপী এ প্রশিক্ষণে শতাধিক রিকশা ও ইজিবাইক চালকরা অংশ নেন।