ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রাবিপ্রবিতে মতবিনিময়

রাবিপ্রবিতে মতবিনিময়

রাঙামাটির স্থানীয় প্রশাসনের অফিস প্রধান ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। গতকাল সোমবার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অতিৃরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান, এনএসআই এর উপ-পরিচালক আনিসুর রহমান, এনএসআই এর যুগ্ম-পরিচালক মাহমুদ হোসেন, কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন, ৪১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর আশিকুর জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত