অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলির পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত রোববার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে রাতেই দৌলতপুর বিএনপির আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্যসচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেন। দৌলতপুর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। দৌলতপুর বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্যসচিব শহীদ সরকার মঙ্গলের বরাত দিয়ে দেয়া তথ্যে জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী বহিষ্কার করা হলো। এদিকে লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তিনি বলেন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে যৌথ বাহিনীর অভিযোেেগ লিয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবাসহ তার ছেলে ও স্ত্রীকে আটকের বিষয়ে রবিবার জানতে চাইলে শহীদ সরকার জানান, ঘটনার সত্যতা পেলে লিয়াকত আলীকে বহিষ্কার করা হবে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গত রোববার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা ও ছেলে আবরাহাম লিংকনকে আটক করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে জানিয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।