ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়’

‘দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়’

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নোয়াখালী জেলা বিএনপি। গত রোববার নোয়াখালী নোয়া কনভেনশন হলে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টফির সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. আবদুর রহমান, আবদুল মতিন পিরোজ, গিয়াসউদ্দিন সেলিম, সলিম উল্লাহ বাহার হিরন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সদস্য শাহ আবদুল্লাহ আল বাকী, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের হোসেন আজগরউদ্দিন দুঃখ, আবুল হাসান নোমান, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জিয়া পরিবারের জন্যই দোয়া করেন। পরে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে বলেন, শেখ মুজিবুর রহমান দেশকে ধ্বংস করে একদলের শাষণে পরিণত করে গণতন্ত্রকে হত্যা করেছে। সেদিন শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ও হরণ করেছিল। পরে শহীদ জিয়াউর রহমান ১৯৭৫ সালে ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করে। তিনি বলেন, শহীদ জিয়া এসে বহু দলের গণতন্ত্র প্রবক্তা হিসাবে গণতন্ত্রের পথ এবং সংবাদপত্রের স্বাধীনতা সৃষ্টি করেন। ঠিক শেখ হাসিনার সব নির্বাচনি পথ বন্ধ করে জনগণ ভোট অধিকার কেড়ে নিয়ে এদেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত