রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পূর্বধলা (নেত্রকেণা) প্রতিনিধি
নেত্রকোণার পূর্বধলায় ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (উফশী জাতের) সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পূর্বধলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিজকান্দি সমলয় প্রদর্শনী মাঠ সংলগ্ন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন, পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল প্রমুখ। প্রধান অতিথি বনানী বিশ্বাস বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা সমলয় পদ্ধতিতে কৃষি চাষ করছে এটা সুখবর। কম সময়ে এবং কম খরচে কৃষকেরা ফসল যাতে ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
খাদ্য চাহিদা পূরণে খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করতে হবে এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা লাভবান হবে।