শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান ও অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্তরে এই মেলার উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।