বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাইদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকার তালুকদার মার্কেটের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার সুদিন পশ্চিমপাড়ার সফির উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার মার্কেটের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক এবিএম আরাফাত রহমান ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাইদুর ইসলামকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে নেশা জাতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।