আট কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলায় কড্ডার মোড় এলাকায় আট কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

তারা হলো, কুড়িগ্রামের রাজারহাট থানার সুখদেব গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী (৫২) ও তার স্ত্রী হাওয়ানুর বেগম (৪২)। ওসি (ডিবি) একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ফারুক হোসেনের দিকনির্দেশনায় গত সোমবার সন্ধ্যায় উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়।

তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।