দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজার ও সদরের বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৪৫ ও ৫১ ধারায় দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা কার্যালয়ের গঠিত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটি। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে মাটিপাড়া বাজারের মেসার্স হালিমা মেডিকেল হলকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মৌচাক ফুড ফ্রাইকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং প্রচারপত্র বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের এ এসআই রফিকুল ইসলাম।