ভাতা প্রদান নিয়ে সেমিনার

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরায় জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান বিষয়ে সেমিনার মাগুরার শ্রীপুরে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানের সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমাজসেবা কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন। সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল আলম প্রমুখ।