ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

১৬ বছর জিয়াউর রহমানের জন্মবার্ষিকী মুক্তভাবে পালন করতে পারিনি

ইকবাল হাসান মাহমুদ টুকু
১৬ বছর জিয়াউর রহমানের জন্মবার্ষিকী মুক্তভাবে পালন করতে পারিনি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না। তিনি বাংলাদেশকে পাল্টে দিয়েছিল। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী গত ১৬ বছরে মুক্তভাবে পালন করতে পারিনি। গত সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের স্থপতি ছিলেন শহীদ জিয়া। তিনি একটি দল উপহার দিয়েছেন তা হলো বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে এ দল জয়লাভ করবে। শহীদ জিয়া রাজনৈতিক অঙ্গনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাজনৈতিক বাপে পরিণত হয়েছিলেন। বিএনপি ক্ষমতায় না থাকলেও বেগম জিয়া, তার পরিবারসহ তৃণমূলের কোনো নেতাকর্মীকে পালাতে হয়নি। কিন্তু হাসিনাসহ সব ফ্যাসিস্টদের পালাতে হয়েছে। শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনৈতিক দল উন্মুক্ত এমনকি আওয়ামী লীগকে অনুমতি দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

হিন্দু-মুসলিমসহ সব গোত্রের মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছেন। তিনি গোটা বিশ্বে বাংলাদেশের মানুষকে বাংলাদেশি জাতীয়বাদী রাজনৈতিক পরিচয় উপহার দিয়েছেন। দেশের মানুষের বিদেশে কর্মসংস্থান ও গার্মেন্টস সেক্টরের পোশাক রপ্তানির ব্যবস্থা করেছেন শহীদ জিয়াউর রহমান। আরাফাত ময়দানে গাছ লাগিয়ে আরাফাত ময়দানকে সবুজ শ্যামল করে তুলেছেন। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত