ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সমন্বয় সভা

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সমন্বয় সভা

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল কাইয়ুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোতালেব হোসেন ও সাংবাদিক শাকীর প্রমুখ। ‘সঠিক তথ্যে ভোটার হবো-নির্বাচনে ভোট দিব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার তালিকা বিষয়ে কঠোর আলোচনা করেন উপস্থিত নেতারা। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন, সঠিক তথ্য দিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রমকে বেগবান করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি, শিক্ষক, জনপ্রতিনিধি, পুলিশ রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত