কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ পাঁচ পুলিশের নামে আদালতে হত্যা মামলা করেছেন নিহতের কলেজ পড়ুয়া মেয়ে মরিয়ম আক্তার। গত রোববার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন। অভিযুক্তরা হলেন- কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম, এসআই কামাল হোসেন, এসআই মস্তোফা মিয়া, এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল আশরাফুল ইসলাম। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ প্রদান করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তারিকুল ইসলামের নির্দেশে এসআই কামালসহ চার পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানের সময় সিএনজিচালিত অটোরিকশাচালক ইয়াসিন মিয়াকে এলোপাথারি কিল, ঘুষি, বুটজুতা পরিহিত পা দিয়ে গোপনাঙ্গে, বুকে, পাঁজরে লাথি মারে ও বেধড়ক পিটিয়ে হত্যা করেন। এর পর আহত ইয়াসিন মিয়াকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও পরিবারের লোকজনের অভিযোগ পুলিশের মারধরে ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযান পরিচালনাকারী চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। মামলার বাদী মরিয়ম আক্তার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচার চাই। মামলা পরিচালনাকারী আইনজীবী আবু তাহের হারুন বলেন, নিহতের মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে গত রোববার কটিয়াদী মডেল থানার ওসিসহ পাঁচজনকে আসামি করে কিশোরগঞ্জ আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত সোমবার ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেছেন। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) তোফাজ্জল হোসেন জানান, সিএনজি চালক ইয়াসিন মিয়ার মৃত্যুর ঘটনায় কটিয়াদী থানার ওসিসহ পাঁচ পুলিশের নামে আদালতে মামলা হয়েছে এমন ঘটনা আমার জানা নেই।