তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৪
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেট ব্যুরো
মাছ কেনাবেচা নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্যসহ ১৪ জন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের কারণে প্রায় ২ ঘণ্টা সিলেট- ভোলাগঞ্জ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, গত রোববার সকালে উপজেলার টুকেরগাঁও এর বৌবাজারে মাছ ক্রয় করতে যান নয়াগাঙ্গেরপাড় গ্রামের সম্রাট। সেখানে মাছের দাম নিয়ে ইসলামপুরের শাহ আলমের সাথে তার ঝগড়া হয়। এর পর ইসলামপুর ও নয়াগাঙ্গেরপাড় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেদিন ২ পক্ষের ৪ জন আহত হন। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গতকাল মঙ্গলবার সকালে নয়াগাঙ্গেরপাড় গ্রামের লোকজন বৌ বাজারে আসলে তাদের বাধা দেন ইসলামপুর ও বৌ বাজারের লোকজন। এ নিয়ে শুরু হয় ৩ গ্রামের মধ্যে আবারো সংঘর্ষ। বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ। এ সময় রাস্তার দুপাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে পরিবেশ শান্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য ও জনপ্রতিনিধিসহ দুপক্ষের আরো ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রভাকর রায় জানান, ১২ চিকিৎসা নিয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উনাকে আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এখনো লোকজন চিকিৎসা নেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে রাস্তায় গাড়ি চলাচল সচল করে।