নরসিংদীর বেলাবতে এক অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার সকাল পৌনে ১০ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ এলাকা স্থানীয় বিএম কলেজের পাশে একটি বীজতল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বেলাব থানার ওসি মীর মাহাবুবুর রহমান। পুলিশ জানায়, রাস্তা দিয়ে লোকজন চলা ফেরা করার সময় হঠাৎ দেখতে পায় বিএম কলেজের পাশে একটি বীজতলায় লাশটি।
পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। বেলাব থানার ওসি মীর মাহাবুবুর রহমান জানান, লাশটি শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি।