পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, স্লোগানকে সামনে রেখে শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জনউদ্দ্যোগ এর আয়োজনে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে গতকাল বুধবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও নাগরিক শৃঙ্খলা বিষয়ক হাইকিং অনুষ্ঠিত হয়। উক্ত হাইকিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেরপুর আমিনুল ইসলাম। সহযোগিতায় ছিল বাংলাদেশ স্কাউট শেরপুর জেলা ও জেলা রোভার স্কাউট স্কাউট ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট।