গত ১৫ দিনের মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি দুইবার অনুমোদন হয়।
সর্বশেষ কমিটি অনুমোদন হয় ১৯ জানুয়ারি।
১৯ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর সম্মারক লিপি দিয়েছে সর্বস্তেরের ছাত্র, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমিরা।
তারা জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর পর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বিক্ষোভকরীরা দাবি করেন, ১৯ জানুয়ারি কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মহিউদ্দিনের নাম পরিবর্তন করে ১ জানুয়ারি দেয়া কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠক মারজুক মুঈদকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।