ঢাকা ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা

বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা

হালুয়াঘাট উপজেলায় বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। ময়মনসিংহ থেকে হালুয়াঘাট পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় যানবাহন বৃদ্ধি পেয়েছে। হালুয়াঘাট সদরের ভেতর দিয়ে যেতে হয় গোবরাকুড়া ও কড়ইতলী দুটি স্থলবন্দরে। স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা পাথর আমদানি করা হয়। এ আমদানিকৃত মালামাল দেশের বিভিন্ন স্থানে সরববাহ করা হয়। হালুয়াঘাট এখন দেশের গুরুত্বপূর্ণ স্থান হওযায় যোগাযোগ ব্যবস্থা বেড়েছে। পৌর শহরের ভেতর দিয়ে সব প্রকার যানবাহন চলাচল করায় শহরে ও তার বাইরে সড়ক দুর্ঘটনা বাড়ছে। তাই দর্শা, গোবরাকুড়া, পাল্ট্রিরমোড়, খন্দকপাড়া, মরাগাংকান্দা, আকনপাড়া, বিড়ইডাকুনী, রাংরাপাড়ার বাইপাস সড়ক নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। মহাসড়কের সাথে বাইপাস সড়কটি নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কথা ছিল। কিন্তুু বিভিন্ন জটিলতার কারণে বাইপাস সড়কটি আর নির্মাণ করা সম্ভব হয়নি। শহরে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। ফলে প্রতি বছর শহরে বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ঘটনা বাড়ছে। এতে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, দিনমজুর, কৃষক, স্কুল কলেজের শিক্ষক, পথচারীদের প্রাণহানি ঘটছে। বাইপাস সড়কটি নির্মাণ করা হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি শহরটির এলাকা বেড়ে যাবে। দেশের গুরুত্বপূর্ণ হালুয়াঘাট এলাকাটি জাতীয়ভাবে চিহ্নিত হলেও এই এলাকার মানুষের ভাগ্যের তেমন উন্নতি হয়নি। যত দিন যাচ্ছে তত শহরে যানজট বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল বাইপাস সড়কটি নির্মাণের দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত