বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি সদরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। মেলায় ৩০টি স্টল ছিল। গতকাল বুধবার রাঙামাটি সদর উপজেলা প্রশাসন হলরুমে দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা। প্রধান অতিথির বত্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজেদের মেধাকে বিকশিত করতে হবে।