বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, সুস্থ দেহ ও সুস্থ মন দুটিই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে মনের সজীবতা প্রকাশ পায়। গতকাল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মাঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওসমান গনি তালুকদার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফিরোজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।