ছয়জনকে কুপিয়ে বহিষ্কার যুবদল নেতা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

গাবতলীতে ছয় জনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মঙ্গলবার জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিকসদস্য পদসহ দলীয় পদ থেকে বহিস্কার করা হয়। উল্লেখ্য, গত শনিবার গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মন্ডলের বাড়িতে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে আসলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তার সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হান্নানের পরিবারের ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হৃদয় হোসেন গোলজার ও তার সহযোগীরা। এঘটনায় ওই রাতেই হান্নানের ভাই জিল্লুর রহমান বাদী হয়ে হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের নামে গাবতলী মডেল থানায় মামলা করেন। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, ঘটনার পর থেকেই হৃদয় হোসেন গোলজার ও তার সহযোগীরা পলাতক।