কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলার অবনতি, বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের উৎপাত ও ছিনতাই বৃদ্ধিতে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র-জনতা ও কটিয়াদীবাসী। গতকাল কটিয়াদী বাসস্ট্যান্ডে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটি কটিয়াদী উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, অ্যাডভোকেট নূরুল ইসলাম রমজান, ডা. শামীম ভূঁইয়া, ব্যবসায়ী আমিনুল ইসলাম শাহীন, পৌর ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন রিপন, কিশোরগঞ্জ জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান খান, খেলাফতে মসলিস কটিয়াদী উপজেলা শাখা প্রতিনিধি মুফতি তাফাজ্জল হক রাশীদি, ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিনিধি কারী কাওসার আহম্মেদ, জাতীয় নাগরিক কমিটি কটিয়াদি উপজেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম রানা, এনায়েত উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল রোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি নওশাদ লিমন প্রমুখ।