ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

সম্পদের বৈধতা তদন্তে দুদকে আবেদন

সম্পদের বৈধতা তদন্তে দুদকে আবেদন

সিরাজগঞ্জের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এক আইনজীবী আবেদন করেছেন। এ আবেদন করেছেন সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল কোর্টের আইন কর্মকর্তা হুমায়ুন কবির কর্নেল। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ আবেদন করেন। অভিযোগে বলা হয়েছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া মধ্যে জোতপাড়া গ্রামের মোক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম প্রাণিসম্পদ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতি করে আসছিলেন। এ সময় তিনি নামে বে নামে হাজার কোটি টাকার সম্পদ করেছে। এ সম্পদ বৈধ করার জন্য আওয়ামী লীগের চৌহালী উপজেলা শাখার ১নং কার্যকারীর সদস্য পদে তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের সাথে যোগদেন এবং বিভিন্ন সরকারি কাজে অনিয়ম দুর্নীতির আখড়া গড়ে তোলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত