ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর উপর ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসী হামলায় প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগা-সাধারণ সম্পাদক সজন হাওলাদার দলবল নিয়ে গত বুধবার দুপরে গাবখান ব্রিজ ঢালে একটি হোটেলে বসা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে মিজানুর রহমানকে হত্যার উদ্দেশে অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।

এতে মিজানুর রহমান রাজু গুরুতর আহত হলে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, জেলা যুবদল সদস্য মেহেদি হাসান, জেলা ছাত্রদল অর্থ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান পলাশ, ইউনিয়ন সেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক রনি সিকদার ও রাহাত খান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত