কুষ্টিয়া সদর উপজেলায় বাজার করতে গিয়ে ৭ হাজার পাঁচশত জাল টাকাসহ ধরা খেলেন জুলেখা (৪৫) নামে এক নারী। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে কবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। জুলেখার বাড়ি জিয়ারখী ইউনিয়ন গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কবুরহাট জসিম পল্টি হাউজে বয়লার মুরগি কিনতে যান জুলেখা। মুরগি কেনার পর দোকানদার জসিমকে পাঁচশত টাকার একটি নোট দেন। মুরগি দোকানদার টাকা নেয়ার পর বুঝতে পারেন টাকাটি জাল। আশপাশের দোকানদারের সহযোগিতায় তার ব্যাগ তল্লাশি করে বেশকিছু জাল টাকা দেখার পর ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে খবর দিলে জগতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুল ইসলাম জানান- তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।