ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সচেতনতামূলক কর্মশালা

সচেতনতামূলক কর্মশালা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘দক্ষ টিউবওয়েল মিস্ত্রি নিয়োগ ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা’ শিরোনামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক। সহকারী প্রকৌশলী আবু সায়েম সভাপতিত্বে কর্মশালায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো- দক্ষ মিস্ত্রি নিয়োগের মাধ্যমে টিউবওয়েল স্থাপন, পানিতে আর্সেনিক ও কোনো রোগজীবাণু আছে কি না- তা পরীক্ষাগারে পরীক্ষাকরণ, পানি বণ্টন।

সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য বিনীত অনুরোধ করেন আলোচকরা। এ সময় উপস্থিত ছিলেন- মতিগঞ্জে আরএম হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রায়, ইউপি সদস্য আবদুল হালিম, সুবল চন্দ্র চন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত