ভোলা জেলা আইনজীবী সমিতি
বিএনপিপন্থি প্যানেল বিজয়ী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরহাদ হোসেন, ভোলা
ভোলা জেলা আইনজীবী সমিতির (২০২৫) নির্বাচনে বিএনপিপন্থি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। নির্বাচনে ফরিদপুর রহমান সভাপতি ও আমিরুল ইসলাম বাছেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. ইউসুফ (১), ও ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা, এসএম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান (২) ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান, শাহ মো. আহসান উল্যাহ সুমন এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম মাহাবুব, ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার আলমগীর নবীন প্রমুখ। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার পর ২২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার মোজাম্মেল হক গতকাল তাদের বিজয়ী ঘোষণা করেন।