হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে শিপন মিয়া নামে এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। শিপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আশ্রফপুর গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে। এ সময় উদ্ধার করে জব্দ করা হয় ৭১টি ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি অফিসার চয়েজ বিদেশি মদের বোতল ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, এসআই কাউছার হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে শিপন মিয়াকে উপজেলার অলিপুরের আহাদ মিয়ার মার্কেটের ২য় তলার এসএম ট্রান্সপোর্ট অফিসের কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়।