রবিতে স্থায়ী ক্যাম্পাসের দাবি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক ফোরামের’ ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন- সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ুন, নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আকারিয়া ইসলাম, সাংবাদিক বিমল কুমার, মাওলানা আবু জাফর, আবদুল মমিন, প্রভাষক আলমাস আনসারি, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাবিবুর রহমান, মইনুল হোসেন, আক্তার হোসেন, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, রবির স্থায়ী ক্যাম্পাস দীর্ঘদিনেও স্থাপিত হয়নি। বিগত সরকার আমলে সবাই দুর্নীতিতে ব্যস্ত ছিল। যে কারণে রবির ক্যাম্পাসের চিন্তা কেউ করে নাই। শিক্ষার্থীদের একটাই দাবি এখন রবির স্থায়ী ক্যাম্পাস। অস্থায়ীভাবে স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ ও মাওলানা সাইফুদ্দিন কলেজে রবির শিক্ষার্থীদের জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। নিজস্ব ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং খেলাধুলার মাঠ না থাকায় মানসিকভাবেও সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে এবং এরআগে তারা বগুড়া-নগড়বাড়ি মহাসড়কও অবরোধ করেছিল। এ জন্য রবির কর্তৃপক্ষ ও সরকারের কাছে অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি। এ দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।