উখিয়া সমিতির বনভোজন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার শহরে বসবাসরত ঐতিহ্যবাহি উখিয়া উপজেলার নাগরিকদের নিয়ে গঠিত কক্সবাজারস্থ উখিয়া সমিতির বার্ষিক দিনব্যাপি বনভোজন ও মিলন মেলা প্রথমবারের মতো এবার জেলা শহরের বাইরে স্বপরিবারে আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজে এ বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। বনভোজনে অংশগ্রহণকারী সমিতির সদস্যরা স্বপরিবারে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন, এবং দর্শনীয় পর্যটন স্পট উপবন লেক ও গয়াল প্রজনন খামার ঘুরে বেড়ান। সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এই বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোকপাত করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোক্তার আহমদ, কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল, জেলা বিএনপি নেতা এম মোক্তার আহমদ, পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, নাইক্ষ্যৎছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার, উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, সমিতির সাধারণ সম্পাদক রবীন্দ্র বিজয় বড়ুয়া, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, উখিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী, এড. কাজী শাহাব উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব আবদু শুক্কুর, কানাডা প্রবাসি মো. দিদার, মাস্টার শাহেদা বেগম, হোসনে আরা, জান্নাত আরা চৌধুরানী, রাশেদা বেগম রুবি, নিলুফা তাহের, তানজিন নুরশেদ সুমি, বিলকিস হামিদ, রুবি রুবিনা সুলতানা, জয়নাব আকতার, রুজিনা খালেদ, রোকেয়া জসিম, রুবিনা পারবিন জোসনা, লায়লা বেগম প্রমুখ অংশ নেন।

মিলন মেলা ও বনভোজন বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাড. আয়ুবুল ইসলামকে সার্বিক সহযোগিতা করেছেন অ্যাড. আবু বকর ছিদ্দিক অ্যাড. সৈয়দুল আলম, অ্যাড. সাব্বির আহমদ, মোশরফ হোসাইন, জসিম উদ্দীন চৌধুরী, জাহেদুল করিম।