বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংরেজি বিভাগের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘প্রযুক্তি নির্ভরশীলতা মানুষের বুদ্ধি হ্রাস করছে’ বিষয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। এতে বিপক্ষ দল জয়লাভ করে। বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এমএ রউফ। বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হক শামীম, প্রভাষক মো. রফিকুল ইসলাম এবং প্রভাষক সাইফুল্লাহ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান একে ফজলুল হক মিয়া। প্রতিযোগিতা শেষে প্রিন্সিপাল এমএ রউফ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এবং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা হামিদুর রহমান জানান, আমাদের ক্লাবের কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে।