‘কোনো কিছুই অসম্ভব নয়’

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

জুলাই বিল্পবকে তারুণ্যের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই বিপ্লব শিখিয়েছে, কোনো কিছুই অসম্ভব নয়। ছাত্ররা বুঝাতে সক্ষম হয়েছে, জুলাইয়ের আগে দেশ সঠিক পথে চলেনি। জুলাই-পরবর্তী দেশ বদলাতে, দেশকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের মুক্তিযোদ্ধা শহীদ এম আব্দুল আলী চত্বরে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম তারুণ্যের উৎসব ও বহিরাঙ্গন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সমাজের পরতে পরতে নারী ও শিশুর বঞ্চনা গল্প। এ গল্প দুর্গম পাহাড়ি জনপদেও বিস্তৃত। অধিকার পাওয়ার লড়াই যেন কোনোভাবেই থামছে না।

শিশু ও নারীদের আত্মসামাজিক উন্নয়নে সচেতনতা বাড়াতে হবে। সামাজিক ও পারিবারিকভাবে নারী ও শিশুর সুরক্ষা দিতে হবে। বাল্যবিয়ে বন্ধ করতে হবে। নারীর ক্ষমতায়ন বাড়াতে আন্তরিক হতে হবে। স্কিল, শিক্ষা, কাজে নারীকে এগিয়ে নিতে হবে, শুধু বক্তব্য দেয়া নারীর কাজ নয়। সমাজে অবস্থান মজবুত করতে নারীকে এগিয়ে আনতে হবে। বাংলাদশ টেলিভিশনের আয়োজনে ও রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম, প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস বক্তব্য রাখেন। পরে বাংলাদেশ টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।