ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন

ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গতকাল বৃহস্পতিবার চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে একটি ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করেছেন। ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এ মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে একটি বিশেষ নিদর্শন হয়ে থাকবে। ২৫ ফুট উচ্চতার এই মন্যুমেন্টটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। ১৬নং চকবাজার ওয়ার্ডে মোগল স্থাপতি অলি খাঁ মসজিদটি অনেক পুরোনো। মসজিদটি সংলগ্ন হওয়াতে পৌরানিক স্থাপত্যের নিদর্শনস্বরূপ ইসলাম ধর্মীয় আদলে স্থানটিতে একটি গোল চত্বর করা হয়েছে। ইসলামিক মন্যুমেন্ট অবকাঠামোর উপরে একটি গম্বুজ আছে। এর নিচে কালেমার ক্যালিওগ্রাফি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরোনো এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত