দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মিষ্টি জাতীয় খাদ্য ও মুখরোচক খাদ্যপণ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির দায়ে শুভ সন্দেশকে ৩০ হাজার এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ফুলকলি মিষ্টিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও শুভ সন্দেশের কারখানা থেকে বিপুল পরিমাণ পচা গুড়, বড়ই, আটা, চিনি, ক্যামিকেল, ডিডি পাউডার, আচার, সন্দেশ, তেঁতুল জব্দ করে নষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএসটিআই কর্মকর্তা শাফায়েত হোসেন, থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, অস্বাস্থকর পরিবেশে মুখরোচক খাবার তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে টাকা ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ মালামাল নষ্ট করা হয়।