ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিক নির্যাতনে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি

সাংবাদিক নির্যাতনে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি

সোনারগাঁ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আনিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে সোনারগাঁও প্রেসক্লাব। গত বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের মাসিক সভায় কার্যনীর্বাহীর কমিটির এ নিন্দা জানায়। এ সময় কার্যনীর্বাহী কমিটি আনিসের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাউদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় নির্বাহীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিনদিনের মধ্যে আনিসের উপর হামলা কারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় অন্যথায় সোনারগাঁও প্রেসক্লাবসহ সোনারগাঁয়ের সব সাংবাদিক একত্রিত হয়ে কঠোর আন্দোলনের নামা হবে বলে জানানো হয়েছে। গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক আনিছুর রহমান। এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি পেশাগত কাজে উপজেলা ভূমি অফিসে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। হামলার পূর্বে সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইন আমাকে মোবাইল ফোনে হুমকি দেয়। তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামি মোহন আমাকে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। দায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত