ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতীয় চিনি ও জিরাসহ গ্রেপ্তার দুই

ভারতীয় চিনি ও জিরাসহ গ্রেপ্তার দুই

ফুলপুরে ভারতীয় চিনি ও জিরাসহ দুই জনকে আটক করে গত বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছেন। আটকরা হলেন- পৌর সভার আমুয়াকান্দা গ্রামের জিল্লুর রহমান হৃদয় (২২) ও রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মাসুদ রানা (২৫)। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে গত বুধবার অভিযান চালিয়ে আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ১২১ বস্তা ভারতীয় চিনি, ১৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আটকদের মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করলেও ময়মনসিংহ জেলার শাখার সমন্বয়ক জাহাঙ্গীর আলম অস্বীকার করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত