ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

৫৪ কিলোমিটার রেলপথ পরিদর্শন

৫৪ কিলোমিটার রেলপথ পরিদর্শন

গভর্নমেন্ট ইন্সিপেক্টর জেনারেল অব বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) ফরিদউদ্দিন আহমেদ বলেছেন, প্রতি বছরের ন্যায় বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর-লাকসাম রেলপথের ৫৪ কিলোমিটার রেলপথ, এ পথের ব্রিজ, কালভাট, স্টেশন ভবনসহ সব স্থাপনার ত্রুটি দেখতে বাৎরিক পরিদর্শন করার জন্য চাঁদপুর-লাকসাম এলাকা পরিদর্শন করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের প্রধান লক্ষ্য- যাত্রীসেবা, যাত্রী নিরাপত্তা। যাত্রীসেবার প্রয়োজনে নিরাপদে ও আরামদায়কভাবে যাত্রীদের ভ্রমণ করতে পারে তা’নিশ্চিত করা আমাদের মূল কাজ। গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে লাকসাম থেকে গভর্নমেন্ট ইন্সিপেক্টর জেনারেল অব বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) ফরিদউদ্দিন আহমেদ পরিদর্শন যাত্রা শুরু করে পথিমধ্যে এ পথের ১১টি স্টেশন ভবন পরিদর্শন করে বিকেলে চাঁদপুর স্টেশন এলাকায় এসে পৌঁছেন। চাঁদপুর এসে তিনি চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মেইল ট্রেন সাগরিকা এক্সেপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে কথাবলে তাদের যাত্রী সেবা ও ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কিনা তা’জানতে চান। এ সময় তার সঙ্গে ছিল চট্টগ্রাম বিভাগীয় একটি উচ্চতর টিম।

প্রথমে স্টেশন মাস্টার গ্রেড-১, মারুফ হোসেনের সাথে তার স্টেশন এলাকার অফিসকক্ষে বসে আয় ও ব্যয়ের বিভিন্ন তথ্য নেন এবং আয় কিভাবে বাড়ানো যায় সে সম্পকে আলাপচারিতা করেন। পরে জিআইবিআর স্টেশন এলাকার বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় সাংবাদিকরা তার কাছে রেলওয়ের জমি অবৈধ দখলসহ রেলের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে আলাপ করা হয়। পরক্ষণে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমি এখানকার বর্তমান অবস্থা দেখতে এসেছি। এখানে যাত্রীদের সুরক্ষা, স্টেশনের অবকাঠামো, ব্রিজগুলোর ত্রুটি, জনবল বৃদ্ধি এবং চাঁদপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়গুলো সম্পর্কে জানতে এসেছি। এর পর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর শেষ করে রাতে তিনি চাঁদপুর এলাকা ত্যাগ করে ঢাকার উদ্দেশে চলে যান। এ সময় গভর্নমেন্ট ইন্সিপেক্টর জেনারেল অব বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) ফরিদউদ্দিন আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার (ডি.আর.এম) মো. কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-(১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌসিয়া আহমেদ, যান্ত্রিক প্রকৌশলী সাজিদ হাসান নির্জ্জর, সেতু প্রকৌশলী জিসান দত্ত, সিগনাল প্রকৌশলী সেলিম হোসেন, চট্টগ্রাম বিভাগীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মো. সহিদুল্লাহ, অতিরিক্ত সহকারী পরিবহন কর্মকর্তা (এডিটিও) মো. ফেরদৌস, অতিরিক্ত সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এডিসিও) ফারহান মাহমুদ, এসএসএই (ওয়ে) লাকসাম লিয়াকত আলী মজুমদার, চাঁদপুর স্টেশন মাষ্টার-১, মারুফ হোসেন, পি.এস.এম -৩ সোয়াইবুল শিকদার, বিদ্যুৎ বিভাগের ফোরম্যান মো. হারুন, রেলওয়ে থানার ওসি রাজিব কর, চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত