রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিভিন্ন ধরনের ফি’ জনতা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে জমাকরণের লক্ষ্যে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রদর্শনী অনুষ্ঠানে রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, জনতা ব্যাংকের জিএম (আইসিটি) মো. আনিস, জিএম জাহাঙ্গির হোসেন জোয়ার্দার বক্তব্য দেন। বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শন করেন জনতা ব্যাংকের এজিএম মো. সাইফুল গনি ও পিও মো. হাফিজ। রামেবির উপাচার্য রামেবির বিভিন্ন ধরনের ফি’ পরিশোধের জন্য সহজলভ্য ও শিক্ষার্থী বান্ধব একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ তৈরির জন্য জনতা ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেন। এ সময় রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ আলম, পরিচালক (অ.হি.) মোহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (প. উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনীর, জনতা ব্যাংকের ডিজিএম নূর আলম, এজিএম আতিকুর রহমান ও আব্দুল হাকিম প্রমুখ।